আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
রাজধানী ঢাকার অদূরে অনন্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান আনন্দপুর ল্যাবরেটরি স্কুল। নিতক মূল্যবোধ জাগ্রত করা এবং জীবন ঘনিষ্ঠ, কর্মমূখী ও যুগোপোযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ। শিক্ষাই জাতির মেরুদন্ড। এই কথাটি আমরা শেই ছোটবেলা থেকেই শ্রবণ করে আসছি। তবে আজকের বাস্তবতায় এ কথাটি কিছু বদলে গেছে। তাহলে কী বলবো? হ্যাঁ এটাই বলতে হবে, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মনিষকে শিক্ষিত করে কিন্তু সর্বদা সুশিক্ষিত বা প্রশিক্ষিত করে না। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চারিত্রক গুণাবলি বা নৈতিকতা জরুরী। জন্মের পর থেকেই মানব শিশুর শিক্ষার হাতে খড়ি তার পরিবারে। এজন্য পরিবারকে বলা হয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়। সেখানে যে মৌলিক শিক্ষা দেওয়া হয় সেটাই তার গোটা জীবনের সব শিক্ষার ভিত্তি। সুতরাং যেকোনো শিশুর মানসিক ও দৈহিক বিকাশের জন্য প্রথম ও প্রধান বিদ্যালয় হচ্ছে তার পরিবার এবং মা-বাবা হচ্ছেন তার শিক্ষক-শিক্ষিকা। তাদের স্নেহ, ভালোবাসা আর জীবনাদর্শ পেয়েই বয়সে বেড়ে ওঠার পাশাপাশি একটি শিশু মানবিক ও নৈতিক গুণাবলীতে বৃদ্ধি পেতে থাকে। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষিতজনদের ভেতরেও সুশিক্ষার বড় অভাব। চোখ খুললেই আশেপাশে বড় বড় ডিগ্রিধারী লোক দেখা যায়, তারা কতটা শিক্ষিত তা বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকালেই উপলব্ধি করা যায়। আমাদের দেশে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে শুধু পরিক্ষার্থীর সংখ্যা। কারণ সবাই এখন পরিক্ষার জন্য পড়ে। নিজে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য পড়ে না। যারা জ্ঞান অর্জনের জন্য পড়ে তারাই প্রকৃতপক্ষে সমাজের দর্পণ। শুধু পয়সা অর্জনই শিক্ষার মূল লক্ষ হওয়া উচিত না। তবে স্থান, কাল, পাত্রভেদে হওয়া দরকার। প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যেশই হওয়া উচিত জ্ঞান দান ও জ্ঞান আহরণ।
বিশ্বের অনেক দেশ আজ সুশিক্ষার আলোয় আলোকিত। এসব দেশের নাগরিকরা যেমন দায়িত্ববান তেমনি কর্মঠ। লোভ লালসা তাদেরও আছে। কিন্তু তা চরিতার্থে, তারা কোনো অবৈধ পথ অবলম্বন করে না। কঠোর পরিশ্রম করে। একমাত্র পরিশ্রম ও নীতি নৈতিকতাপূর্ণ সমাজ ব্যবস্থা। জীবনকে বিকশিত করতে হলে নিজেকে সুশিক্ষায় বিকশিত করতে হবে। আর এই শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন। সেই শিক্ষার ভেতর থেকে মানুষকে আলোকিত করতে হবে, সেই আলোয় অন্যকেও শিক্ত করতে হবে। এমন চিন্তাধারাই আমাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলবে।
Our Prospectus & Calendar
Gallery
Our Campus Photo Gallery