অধ্যক্ষ মহোদয়ের বাণী
”আলোকিত মানুষ আলোকিত দেশ” এই মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে চলছে আনন্দপুর ল্যাবরেটরি স্কুল শিক্ষা কার্যক্রম। ছাত্রছাত্রীদের যথার্থ ও উন্নত শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে আলোকিত মানুষ গঠনের এক সুমহান লক্ষকে সামেনে প্রতিষ্ঠিত হয়েছে আনন্দপুর ল্যাবরেটরি স্কুল।
যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ, জাতি গঠনের নিমিত্তে ও মানবকে সম্পদে পরিণত করতেই প্রতিষ্ঠিত হয় আনন্দপুর ল্যাবরেটরি স্কুল। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও চারিত্রিক গুণাবলী উৎকর্ষ সাধন করে তাদেরকে দেশপ্রেমিক, মূল্যবোধসম্পন্ন, প্রতিস্রুতিশীল এবং দায়িত্ববান আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এর লক্ষ। ডিজিটাল কন্টেন্ট ও স্মার্টবোর্ড এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক সময়পোযোগী নতুন শিক্ষাদানের কার্যক্রম পরিচালনায় এক ঝাঁক দক্ষ নিবেদিত প্রাণ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিষ্ঠার পাঠদানে সর্বদা নিয়োজিত আছেন। পাঠ্যক্রম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়াশে শরীরচর্চা, খেলাধুলায় ও সংস্কৃতিচর্চায় আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এর রয়েছে সবুজ মাঠ, আধুনিক পাঠাগার, বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, কর্মসহায়ক দক্ষ কুশীলব ও সুযোগ্য নেতৃত্বের সুষম সমন্বয়ে সুশৃঙ্খল পরিবেশ। প্রতিযোগিতামূলক বিশ্বের চাহিদার সাথে তাল রেখে দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে সংবেদনশীল, জবাবদিহীতামূলক, একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
ঢাকা আরিচা মহাসড়কের পূর্ব পাশে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড আনন্দপুর, গেন্ডা এলাকায় অবস্থিত আনন্দপুর ল্যাবরেটরি স্কুল সাভারে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনের কাছে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত শিক্ষক ও অভিভাবকসহ সকলের সহযোগীতায় আনন্দপুর ল্যাবরেটরি স্কুল একদিন বিশ্বমানের আদর্শ শিক্ষায়তন হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।
আমিনুর রহমান
অধ্যক্ষ
আনন্দপুর ল্যাবরেটরি স্কুল।